জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ যোগানদাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নতুন এই জঙ্গি সংগঠনের নাম জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।
সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় নিখোঁজ তরুণরা কিভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়লো তার বিস্তারিত তুলে ধরেন তিনি।
গেলো ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা হতে আট তরুণ একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় ২৫ আগস্ট কুমিল্লার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি হয়। আট তরুণের এক সঙ্গে নিখোঁজ হবার খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।
এরপরই নিখোঁজের ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব। এ সময় বাহিনীটি নিশ্চিত হয় যে, আট তরুণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে। এরমধ্যেই ৬ সেপ্টেম্বর ঘর ছাড়ার মুহূর্তে চার তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র্যাব।
পরে ১ সেপ্টেম্বর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আট তরুণের একজন শারতাজ ইসলাম নিলয় রাজধানীর কল্যাণপুরে নিজদের বাড়িতে ফিরে আসে। নিলয়ের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ৬ অক্টোবার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অভিযানে নামে র্যাব।
এ সময় জঙ্গি সংগঠনের দাওয়াতী, তত্ত্বাবধানকারী, আশ্রয় দেয়া কার্যক্রমের সাথে যুক্ত তিন জন ও নিখোঁজ চার তরুণসহ সাতজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা উগ্রবাদী সংগঠনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।
এরই ধারাবাহিকতায় ৭ অক্টোরর রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকা হতে শাহ মোঃ হাবিবুল্লাহ ওরফে হাবিব, নেয়ামত উল্লাহ,হোসাইন, রাকিব হাসনাত ওরফে নিলয় এবং সাইফুল ইসলাম ওরফে রণি ওরফে জায়দ চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যায় সাত জনের মৃত্যুদণ্ড
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদেরকে সংগঠনের সদস্যরা টার্গেট করত। পরে তাদেরকে বিভিন্ন সময় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের বিভিন্ন ভিডিও দেখানো হতো এবং বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদে উদ্বুদ্ধ করতো।
উগ্রবাদে উদ্বুদ্ধ করার পর বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা রাজনীতি, সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, ধর্মীয় অপব্যাখ্যা ও বিভিন্ন তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে তরুণদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার হতে বিচ্ছিন্ন হতে উৎসাহ দিতো।
উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হোসাইন এক বছর আগে, সাইফুল দেড় মাস এবং রাকিব দুই মাস আগে নিখোঁজ হয়। জানা যায় যে, নিখোঁজ হওয়া তরুণদের সশস্ত্র হামলার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নিতে পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
নিখোঁজ তরুণদের বিভিন্ন ‘নিরাপদ স্থানে’ রেখে পটুয়াখালী ও ভোলার চর এলাকায় শারীরিক কসরৎ ও জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো। সেসঙ্গে আত্মগোপনে থাকার কৌশল হিসেবে তাদেরকে রাজমিস্ত্রী, রং মিস্ত্রী,ইলেক্ট্রিশিয়ানসহ বিভিন্ন পেশার কারিগরী প্রশিক্ষণ দেয়া হতো।
বিভিন্ন সময় গ্রেফতারদের কাছ থেকে তথ্য নিয়ে র্যাব জানতে পেরেছে জঙ্গিবাদে জড়িয়ে গত দুই বছরে বাড়ি ছেড়েছে ৫৫ তরুণ। তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও প্রকাশ করেছে এ বাহিনী। দুই বছর থেকে দেড় মাসের মধ্যে এই তরুণেরা নিরুদ্দেশ হয়। পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে তাদের জঙ্গিবাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
এদের মধ্যে কয়েকজনের পরিবার জানতেো, তারা চাকুরির জন্য বিদেশে আছে এবং নিয়মিত পরিবারকে টাকা পাঠাতো। প্রাথমিকভাবে সংগঠনের সদস্যদের নিকট হতে তাদের নাম ও ঠিকানা পাওয়া গেছে, ক্ষেত্র বিশেষে নাম ও ঠিকানায় কিছুটা তারতম্য থাকতে পারে।
পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় দুর্গম অঞ্চলে আত্মগোপনে থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশের সব গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীকে জানানো হয়। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় যৌথ অভিযান চলমান আছে।
গ্রেপ্তার হাবিবুল্লাহ কুমিল্লায় কুবা মসজিদের নামাজ পড়াতেন। এছাড়াও তিনি মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি ২০২০ সালে নেয়ামত উল্লাহর মাধ্যমে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) সংগঠনে যোগ দেন।
তিনি সংগঠনটির অন্যতম অর্থ সরবরাহকারী ছিলেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা অঞ্চলে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হত। তিনি সংগঠনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতেন ও উগ্রবাদী কার্যক্রমে অর্থের যোগান দিতেন।
পার্বত্য অঞ্চলের নাইক্ষংছড়িতে তিনি প্রায় দুই বছর ধরে একটি মাদরাসা পরিচালনা করছেন। তিনি পাহাড়ের বিভিন্ন অঞ্চল হতে ছাত্র সংগ্রহ করে তার মাদরাসায় রাখতেন।
একাত্তর/এসি