সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

হামলা ও আত্মগোপনের প্রশিক্ষণ নিয়েছিল তারা: র‍্যাব

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৮:১৫ পিএম

জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ যোগানদাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নতুন এই জঙ্গি সংগঠনের নাম জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া।

সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় নিখোঁজ তরুণরা কিভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়লো তার বিস্তারিত তুলে ধরেন তিনি।

গেলো ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা হতে আট তরুণ একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায়  ২৫ আগস্ট কুমিল্লার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি হয়। আট তরুণের এক সঙ্গে নিখোঁজ হবার খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।

এরপরই নিখোঁজের ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এ সময় বাহিনীটি নিশ্চিত হয় যে, আট তরুণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে। এরমধ্যেই ৬ সেপ্টেম্বর ঘর ছাড়ার মুহূর্তে চার তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‍্যাব।

পরে ১ সেপ্টেম্বর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আট তরুণের একজন শারতাজ ইসলাম নিলয় রাজধানীর কল্যাণপুরে নিজদের বাড়িতে ফিরে আসে। নিলয়ের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ৬ অক্টোবার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অভিযানে নামে র‍্যাব।

এ সময় জঙ্গি সংগঠনের দাওয়াতী, তত্ত্বাবধানকারী, আশ্রয় দেয়া কার্যক্রমের সাথে যুক্ত তিন জন ও নিখোঁজ চার তরুণসহ সাতজনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা উগ্রবাদী সংগঠনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

এরই ধারাবাহিকতায় ৭ অক্টোরর রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকা হতে শাহ মোঃ হাবিবুল্লাহ ওরফে হাবিব, নেয়ামত উল্লাহ,হোসাইন, রাকিব হাসনাত ওরফে নিলয় এবং সাইফুল ইসলাম ওরফে রণি ওরফে জায়দ চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যায় সাত জনের মৃত্যুদণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদেরকে সংগঠনের সদস্যরা টার্গেট করত। পরে তাদেরকে বিভিন্ন সময় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের বিভিন্ন ভিডিও দেখানো হতো এবং বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদে উদ্বুদ্ধ করতো।

উগ্রবাদে উদ্বুদ্ধ করার পর বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা রাজনীতি, সমাজ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, ধর্মীয় অপব্যাখ্যা ও বিভিন্ন তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে তরুণদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার হতে বিচ্ছিন্ন হতে উৎসাহ দিতো। 

image


উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হোসাইন এক বছর আগে, সাইফুল দেড় মাস এবং রাকিব দুই মাস আগে নিখোঁজ হয়। জানা যায় যে, নিখোঁজ হওয়া তরুণদের সশস্ত্র হামলার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নিতে পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

নিখোঁজ তরুণদের বিভিন্ন ‘নিরাপদ স্থানে’ রেখে পটুয়াখালী ও ভোলার চর এলাকায় শারীরিক কসরৎ ও জঙ্গি প্রশিক্ষণ দেয়া হতো। সেসঙ্গে আত্মগোপনে থাকার কৌশল হিসেবে তাদেরকে রাজমিস্ত্রী, রং মিস্ত্রী,ইলেক্ট্রিশিয়ানসহ বিভিন্ন পেশার কারিগরী প্রশিক্ষণ দেয়া হতো।

বিভিন্ন সময় গ্রেফতারদের কাছ থেকে তথ্য নিয়ে র‍্যাব জানতে পেরেছে জঙ্গিবাদে জড়িয়ে গত দুই বছরে বাড়ি ছেড়েছে ৫৫ তরুণ। তাদের মধ্যে ৩৮ জনের একটি তালিকাও প্রকাশ করেছে এ বাহিনী। দুই বছর থেকে দেড় মাসের মধ্যে এই তরুণেরা নিরুদ্দেশ হয়। পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে তাদের জঙ্গিবাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

এদের মধ্যে কয়েকজনের পরিবার জানতেো, তারা চাকুরির জন্য বিদেশে আছে এবং নিয়মিত পরিবারকে টাকা পাঠাতো। প্রাথমিকভাবে সংগঠনের সদস্যদের নিকট হতে তাদের নাম ও ঠিকানা পাওয়া গেছে, ক্ষেত্র বিশেষে নাম ও ঠিকানায় কিছুটা তারতম্য থাকতে পারে।

পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় দুর্গম অঞ্চলে আত্মগোপনে থেকে প্রশিক্ষণ নিয়েছে  এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশের সব গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনীকে জানানো হয়। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় যৌথ অভিযান চলমান আছে।

গ্রেপ্তার হাবিবুল্লাহ কুমিল্লায় কুবা মসজিদের নামাজ পড়াতেন। এছাড়াও তিনি মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি ২০২০ সালে নেয়ামত উল্লাহর মাধ্যমে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) সংগঠনে যোগ দেন।

তিনি সংগঠনটির অন্যতম অর্থ সরবরাহকারী ছিলেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা অঞ্চলে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হত। তিনি সংগঠনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতেন ও উগ্রবাদী কার্যক্রমে অর্থের যোগান দিতেন।

পার্বত্য অঞ্চলের নাইক্ষংছড়িতে তিনি প্রায় দুই বছর ধরে একটি মাদরাসা পরিচালনা করছেন। তিনি পাহাড়ের বিভিন্ন অঞ্চল হতে ছাত্র সংগ্রহ করে তার মাদরাসায় রাখতেন।


একাত্তর/এসি

আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’...
রাজধানী নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহর (রহ.) ১৫৫তম পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে। 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
প্রচণ্ড গরমের এই অবস্থায় রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ্ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্প্রতি কোনো ফোনালাপ হয়নি বলে নিশ্চিত করেছে বেইজিং। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চীনের নেতার সঙ্গে কথা বলেছেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি। জনজীবনে এসেছে যেমন প্রশান্তি, তেমনি ভিজেছে ঢাকার শুকনো রাজপথ। রাজধানীবাসী বলছে, এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকলে স্বস্তি আসবে পুরো শহরজুড়ে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত