ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ হানিফ (৫২) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ইমদাদুল হক জানান, মোঃ হানিফ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করতেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরলে কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাপতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একাত্তর/এআর