রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মোঃ কবির খাঁ(৪০)। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাড্ডা আদর্শনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালে নিয়ে আসা নিহতের চাচাতো ভাই সহকর্মী আব্দুল খালেক জানান, নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় লিংকিং এর রড বাঁধার কাজ করার সময় কবির বৈদ্যুতিক তারের সাথে রডের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান।
আরও পড়ুন: পটুয়াখালীতে কলেজছাত্রের আঙুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত কবির খাঁ বাড্ডা আদর্শনগর হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকত। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
একাত্তর/এসজে