পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত সম্মেলনে আবারও দায়িত্ব পেলেন এই দুই নেতা।
রোববার (২০ মার্চ) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় চিনিকল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন।
এ সময় সহ-সভাপতি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নাম ঘোষণা করে পরে পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: খুঁজে পাওয়া যায়নি অন্য চিতা বাঘটি, যৌথ অভিযান স্থগিত
এর আগে সম্মেলন ঘিরে জেলার নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে । সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতা কর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রথম অধিবেশনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি