সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

সন্ত্রাসী-জঙ্গিবাদী কাজ করছে বিএনপি-জামায়াত: শেখ হাসিনা 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামায়াত জোট সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে মানুষ হত্যা ও যানবাহন পোড়ানোসহ অগ্নিসন্ত্রাস ও নাশকতায় যারা জড়িত রয়েছে তাদের ক্ষমা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিলেট সফরের মধ্য দিয়ে দলীয় প্রধান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু করলেন।

সাংবাদিকদের সঙ্গে সম্প্রতি বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ও নাশকতার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, নতুন নতুন কোচ, নতুন রেল, সেই লাইন তুলে ফেলে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ হত্যা করা। এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট।

বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালেও একই কাজ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এবারও তারা হরতাল দিয়েছে, মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা নির্বাচন চায়।

‘যারা নির্বাচন করবে না, করবে না। তাদের বোঝা উচিত, এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। কিন্তু সেখানে আমরা কী দেখলাম? রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সেই আগুনে পুড়ে মারা গেল। এর চেয়ে কষ্টের দৃশ্য আর হতে পারে না। নারী-শিশুর ওপর হামলা, জজ, সাংবাদিক, পুলিশের ওপর হামলা কোন ধরনের রাজনীতি?’

হযরত শাহজালালের (রা.) মাজারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছোট বোন শেখ রেহানা। ইমেজ: ফোকাস বাংলা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। দেশের বেশিরভাগ দল ভোটে অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সংসদে বিরোধীদল জাতীয় পার্টি।

তবে ভোটের তফসিল বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। প্রায় প্রতিদিন হরতাল-অবরোধ কর্মসূচি ডাকা হচ্ছে। আর এসব কর্মসূচিতে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয়া হয়। নাশকতার ওই আগুনে পুড়ে নিহত হন মা, শিশুসহ চারজন। এর আগে নাশকতাকারীরা গাজীপুরে রেল লাইন কেটে ফেললে দুর্ঘটনা পড়েন ট্রেন। সেখানে মানুষের প্রাণহানি ঘটে।

শেখ হাসিনা বলেন, আমরা পরিকল্পনা করে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন জায়গায়। কিন্তু এই যে, হঠাৎ হঠাৎ একেকটা ঘটনা ঘটিয়ে ফেলা; এ ঘটনাগুলো তারা এভাবে ঘটাচ্ছে। যারা এ অগ্নিসন্ত্রাসে জড়িত, যারা এ হত্যা করেছে, কারো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিতে সবাইকে আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে এলে জনগণের কল্যাণ হয়।

‘আজকে আমি সিলেটে এসেছি। এখানে এখন কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি। মানুষের মৌলিক চাহিদা আমি পূরণ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, যেটুকু বাকি আছে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন, বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয়, আবার যদি সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব।

এদিন বেলা ১১টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

শেখ হাসিনা গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে হজরত শাহজালালের (রা.)  মাজারে গিয়ে জিয়ারত করেন।সেখান থেকে তিনি যান হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে।

আওয়ামী লীগ সভাপতির সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। আরো রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।  

দুই সুফি সাধকের মাজার জিয়ারতের পর মধ্যাহ্নভোজ শেষে মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আগমন ঘিরে এরি মধ্যে সেজে উঠেছে সিলেট শহর৷ বড় জমায়েতের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে মহানগর ও তৃণমূলের নেতারা৷

আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভায় ৫ লাখ লোকের সমাগম হবে বলে এর আগে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহ আরো নতুন কিছু প্রতিশ্রুতির ঘোষণা দেবেন শেখ হাসিনা।

তার সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন৷ কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ ও জনসমাবেশ এলাকা৷

অতীতেও সিলেটে বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে ভোটের প্রচার শুরু করেছিলেন শেখ হাসিনা।

এই দুই সুফির মাজারসহ সিলেট শহরের এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।

দীর্ঘদিন এখানকার সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।

আবুল মাল আবদুল মুহিতের পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তার ভাই একে আবুল মোমেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসছেন।

আরবি 
দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঐকমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হলে তা পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো অলিক ধারণা বা আবেগের বসবর্তী হয়ে নয়, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধ মাথায় রেখেই সব সঙ্কট মোকাবেলা করতে হবে। পাশাপাশি সবাইকে আরও...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত