ছাত্র-জনতার জুলাই আন্দোলন সার্থকতা পাবে জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে। একইসাথে দেশের চলমান সকল সংকট নিরসনে জাতীয় নির্বাচন বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় ভারতীয় কুচক্রী মহলের কারণে দেশ এখন মেধাশূন্য বলেও মন্তব্য করেন তিনি।
দেশের চলমান নানা সংকট ও নানা দিকের কথা তুলে ধরে বর্তমানে সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার কথা বলেন তিনি।
এছাড়া ভারতীয় সাম্প্রদায়িক ইস্যু নানা দিক তুলে ধরার পাশাপাশি বিএনপিকে নীচু করে ভাবার বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে দেশের সকল পরিস্থিতি স্থিতিশীল করার কথা ব্যক্ত করেন প্রজন্ম’৭১ দলের নেতারা।