দাপুটে জয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ। আমেরিকান টেইলর ফ্রিটজকে সরাসরি সেটে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে এই সার্বিয়ান।
এ জয়ের মাধ্যমে জকোভিচ ভাঙলেন রজার ফেদেরারের আরো একটি রেকর্ড । এর আগে ৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে উঠেছিলেন ফেদেরার। মঙ্গলবার তাকে ছাপিয়ে গেলেন জকোভিচ।
প্রথম সেটেই টেইলরকে ভড়কে দেন জকোভিচ। ৬-১ গেমে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটে জকোভিচকে সহজে জিততে দেয়নি টেইলর। লড়াই করে ৪-৬ গেমে হেরে যান এই আমেরিকান। তৃতীয় সেটেও নোভাক জকোভিচের আধিপত্য। ৬-৪ গেমে জিতে শেষ চার নিশ্চিত করে মাঠ ছাড়েন এই সার্বিয়ান তারকা। এ জয়ে টানা চারবার ইউএস ওপেনের সেমিতে খেলবেন জকোভিচ।