সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

এবার আসছে সার্চ জিপিটি, টেক্কা দেবে গুগলকে

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:৫৭ পিএম

সার্চ ইঞ্জিনের জগতে বিপ্লব আনতে চলেছে ওপেনএআইয়ের এআইভিত্তিক 'সার্চজিপিটি'। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলকে টেক্কা দিতেই নাকি এ ঘোষণা দিল ওপেনএআই। এর সত্যতাও মিলেছে অনেকটা। কারণ এই ঘোষণার পর পরই গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর কমেছে তিন শতাংশ। 

সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে গুগলকে সরাসরি টক্কর দেওয়ার মতো কেউ আসেনি। পরিসংখ্যান বলছে, ইন্টারনেটে ৯১ শতাংশ মানুষ গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে।

কোম্পানির সবচেয়ে কাছের প্রতিপক্ষ মাইক্রোসফটের বিং, যা ৯ শতাংশ ইউজার ব্যবহার করেন। এই তালিকায় এবার জুড়লো ওপেনএআই সার্চজিপিটি। কোম্পানি দাবি, ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে এই সার্চ ইঞ্জিনে।

গুগলকে চ্যালেঞ্জ জানাতেই নতুন ‘সার্চ ফিচার’ আনছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ইন্টারনেট জুড়ে থাকা রিয়েল টাইম তথ্য জানাবে সার্চজিপিটি। কোন কিছু সম্পর্কে জানতে চাওয়া হলে তা বিভিন্ন ওয়েব সাইটের তালিকা দেয়ার পরিবর্তে উত্তরটি গুছিয়ে লিখে ও বোঝানোর চেষ্টা করবে এই সার্চ ইঞ্জিন।

গবেষকরা একাডেমিক কাগজপত্রের সারাংশ পেতে বা সম্পর্কিত কনটেন্ট খুঁজে পেতে সার্চজিপিটি ব্যবহার করতে পারেন। এছাড়া ই-কমার্সের ক্ষেত্রে এর ভূমিকা হতে পারে দুর্দান্ত।

ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পণ্যের বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। এবং সার্চ ইঞ্জিনটি তাদের পছন্দের ভিত্তিতে পরামর্শ, সমালোচনা এমনকি পণ্যের তুলনা করে দিতেও পারবে। তবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ কোনটি অর্গানিক কন্টেন্ট আর কোনটি স্পন্সর্ড কন্টেন্ট তা নিশ্চিতে এটিকে বেগ পেতে হতে পারে। 

ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, ইউজার কিছু সার্চ করলে, তাকে সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সেই অনুযায়ী উপযুক্ত তথ্য তুলে ধরবে ইউজারের কাছে।

ফিডব্যাক নেয়ার জন্য এ মুহূর্তে অল্পসংখ্যক কিছু ইউজার এবং পাবলিশার্সদের জন্য এটি চালু করা হয়েছে। কোম্পানির দাবি, এই সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতেও যাওয়া যাবে। যদিও সেই টুল এখনও তৈরি হয়নি। তবে শিগগিরই সেই ফিচার রোল আউট করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

এদিকে, সম্প্রতি সার্চজিপিটি উন্মোচনের ঘোষণা আসার পর গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর কমেছে তিন শতাংশ। আরেক সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির সঙ্গেও তীব্র প্রতিযোগিতা করবে ওপেনআই, এমনটাই বলছেন প্রযুক্তিবিদরা। 

সার্চজিপিটি এখনো প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথমেই মাত্র ১০ হাজার ব্যবহারকারী ও ডেভেলপারের কাছে সার্চ ইঞ্জিনটি উন্মুক্ত করা হবে।তবে ভবিষ্যতে সার্চজিপিটির কিছু ফিচার চ্যাটজিপিটির সঙ্গে একীভূত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ওপেনএআই। 

এআরএস
প্রতিদ্বন্দ্বী চীনা অ্যাপ ‘ডিপসিক’-এর বিরুদ্ধে নিজেদের মডেল নকল করার অভিযোগ এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। কোম্পানিটি দাবি করেছে, ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে নিজস্ব এআই মডেল...
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।
ইন্টারনেটের গতি বাড়াতে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বাদে গুগলসহ অন্য ক্যাশ সার্ভার চালুর জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঝুঁকি মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এআই আইন’ প্রণয়নের কথা ভাবছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত