সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

ছয় মাসে দুই দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা। 

অপারেটররা বলছেন, পৃথিবীর আর কোনো দেশে মোবাইল সেবার ওপর এতো ট্যাক্স রাখা হয় না। সামনে বাজেটে বিষয়টি বিবেচনার আবেদন জানান তারা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মোবাইল সেবায় অস্বাভাবিক কর আরোপ। তখন এই সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকারের কাছে চলে যেতো ৫৪ টাকা।

মাত্র ছয় মাসের মাথায় আবারও বাড়লো মোবাইল কল ও ডাটা ব্যবহারের খরচ। এবার আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করলো এনবিআর। 

এক্ষেত্রে ১০০ টাকা রিচার্জ করলে সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কেটে নেওয়া হবে ২৯ টাকা ৮০ পয়সা। রাজস্ব ভাগাভাগি ও সর্বনিম্ন কর ছয় টাকা ১০ পয়সা। পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে ৫৬ টাকা ৩০ পয়সা যাবে সরকারের কাছে।

অপারেটররা বলছেন, গেলো চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে দেশের সবকটি মোবাইল ফোন গ্রাহক সংখ্যা। কমছে লভ্যাংশ, এমনকি মোবাইল ইন্টারনেট গ্রাহকও। এই বাস্তবতায় যদি এভাবে বেড়ে যায় মুঠোফোন কলরেট, মূল্যস্ফীতি আরও  বাড়াবে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম বলেন, আমরা আশাকরি সরকার আগামী বাজেটে এই বিষয়টি বিবেচনা করবে। নয়তো আমরা যেটা ডিজিটাইজেশনের যে চিন্তা করছি তা কখনই অর্জন করতে পারবো না।  

টেলিকমখাত বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে।

টেলিকম খাত বিশ্লেষক টিআইএম নুরুল কবীর বলেন, এমনিতে আমরা একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে আগাচ্ছি। নতুন কর আরোপ আমাদের জন্য বাড়তি বোঝা হবে। ব্যবসা এবং বিনিয়োগে একটা বড় ধাক্কা খাবে। 

এরই মধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, রোববারের মধ্যেই এই কর কমাতে হবে। একই সঙ্গে এখনও যারা কানেক্টিভিটির আওতায় আসনি তাদের আনার ব্যবস্থা করতে হবে। 

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবী গ্রাহকদের এই সংগঠনের।

 

একাত্তর/এসি
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে...
দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতংকিত না হতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
কমে গেছে মোবাইল হ্যান্ডসেটের বিক্রি। তিন বছর ধরে ধারাবাহিকভাবে কমতে কমতে বিক্রি এখন অস্বাভাবিক স্তরে নেমেছে।
এক যুগ পর স্যামসাংকে সরিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান দখল করলো অ্যাপল। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য বলছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল গত বছর সারা বিশ্বের যত ফোন...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত