নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফতুল্লা থানার সীমান্ত এলাকার মাহমুদপুর বটতলার মৃত মো. নুর মিয়ার স্ত্রী নুর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে। তারা মামুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, গোলাপ মিয়ার বাড়িতে বিদ্যুতের একটি তার লিকেজ হয়ে লোহার একটি খুঁটি বিদ্যুতায়িত হয়। সকালে মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় লোহার খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন। এসময় মেয়ে বিলকিস মাকে জড়িয়ে ধরলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। মা-মেয়ে দুজনেই বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানান, মরদেহ দুটি উদ্ধারের পর স্বজনরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।