সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

এপ্রিলে নির্বাচন দুরভিসন্ধিমূলক, মন্তব্য বুলুর

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন দাবি করে আসছিলো বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল। তবে শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এপ্রিলে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পর এক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এপ্রিলে নির্বাচন দুরভিসন্ধিমূলক।

তিনি মনে করেন, জাতির স্বার্থে যতো দ্রুত একটি নির্বাচিত সরকার আসবে, ততোই মঙ্গল। এমনকি যদি আগামী জুলাইয়ে নির্বাচন হয় তাও দেশের জন্য মঙ্গল। ডিসেম্বর-এপ্রিল এতো দূরে যাওয়ার দরকার নেই।

শনিবার (৭ জুন) সকালে নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মির্জা নগর গ্রামের জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

১৯৯১ সালের নির্বাচনকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ৯০ দিনের আগেই একটি নিরপেক্ষ নির্বাচন করেছেন। কিন্তু তিনি প্রশ্ন করেন নাই, এই প্রশাসনের এরশাদের, নাকি অন্য কারো।

১৯৯১ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনি ১৯৯০ সালের ছয় ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। 

রাখাইনের জন্য করিডোরের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে বুলু বলেন, জাতিসংঘও সম্প্রতি বিষয়টি নিয়ে পরিষ্কার ভাষায় বলেছে, তারা করিডোর দেওয়ার কোনো কথা বলেননি। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, যে সব দেশে নির্বাচিত সরকার আছে তারাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে বিদেশি পাসপোর্টধারী একজনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীও একমত হতে পারেনি। 

একাত্তর/এসি
নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এক চাকরি প্রার্থীকে বাসের ভেতর মারধরের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ডাক্তারের সনদ সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। একইসাথে সাংবাদিকতা, সমাজসেবা, শিক্ষা, রত্নগর্ভা মা, আইন পেশা'সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের সম্মাননা প্রদান...
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনার দুই দিন পর আরও এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই নৌ দুর্ঘটনায় দুই পুলিশসহ তিনটি মরদেহ উদ্ধার করা হলো। তবে এখনও...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত