সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

পণের দাবিতে গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ

আপডেট : ১১ জুন ২০২৫, ০২:১৯ পিএম

লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১০ জুন) সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারী (২২) বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক হিসেবে নেন স্বামী। এরপরও তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। 

তিনি জানান, এক বছর আগে তাদের একটি সন্তান জন্ম নেয়। এরপর আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। দাবি করা টাকা না দেওয়ায় তার গলায় ছুরি দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেয় স্বামী ও ননদ। 

তার ভাষ্য, স্বামী একটি হত্যা মামলার আসামি। মামলার তালিকা থেকে বাদ পড়ার জন্যই তারা নতুন করে যৌতুক দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী বলেন, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে আমি এমন কিছু করিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মা-মেয়েসহ তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ছয় জনকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত। এনিয়ে এই মামলায় কারাগারে মোট আট জন। 
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নিয়ে গেছে পুলিশ। 
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পেছনে মূল কারণ শাহ পরান এবং তার বড় ভাই ফজর আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ...
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত