লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (১০ জুন) সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারী (২২) বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক হিসেবে নেন স্বামী। এরপরও তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
তিনি জানান, এক বছর আগে তাদের একটি সন্তান জন্ম নেয়। এরপর আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। দাবি করা টাকা না দেওয়ায় তার গলায় ছুরি দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেয় স্বামী ও ননদ।
তার ভাষ্য, স্বামী একটি হত্যা মামলার আসামি। মামলার তালিকা থেকে বাদ পড়ার জন্যই তারা নতুন করে যৌতুক দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী বলেন, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে আমি এমন কিছু করিনি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।