মাদারীপুরের কালকিনিতে মাটির গর্তে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আবু হুজাইফা (১১) পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর ছেলে এবং ওচরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে পুলিশ জানায়, আবু হুজাইফা মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তে হাত দিলে একটি সাপ তার হাতে ছোবল মারে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত কালকিনি হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।