অবৈধভাবে গজিয়ে ওঠা দেশের বেসরকারি খাতের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সারাবছর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
পাশাপাশি চিকিৎসা সেবার মান ঠিক করতে সরকারি হাসপাতালেও অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, সরকারি হাসপাতালেও এ অভিযান চালানো হবে। সকল হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
আর যেসব হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হবে, তা যেনো ফের চালু না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
এবারের ডেন্টাল কলেজের পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন ভর্তিযুদ্ধে অংশ নেবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট এক হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।
ভর্তি পরীক্ষার কেন্দ্র ১২টি এবং ভেন্যু ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে একটি; এ ছাড়া আটটি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।