জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখার প্রধান নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাবাগানা মনগুনো।
শুক্রবার (২২ অক্টোবর) সাংবাদিকদের তিনি একথা জানান। মনগুনো বলেন, ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (ইসওয়াপ)-এর প্রধান হিসেবে সম্প্রতি জায়গা নেন মালাম বাকো। দুইদিন আগে তাকে হত্যা করে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।
মালাম বাকোর আগে এই সংগঠনটির প্রধান ছিলেন মুসাব আল-বার্নাওয়ি। গত সপ্তাহেই নাইজেরিয়ায় সামরিক বাহিনীর হাতে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।
আরও পড়ুন: ৫-১১ বছরের শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর
তবে, বাকোর মৃত্যু সম্পর্কে এখনও কোন কিছু নিশ্চিত করেনি ইসওয়াপ।
গত আগস্টে শূরা কাউন্সিলের সদস্য হিসেবে বাকোর নাম ঘোষণা করা হয়।
বাকোর মৃত্যুর ফলে নাইজেরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১২ বছর আগে বোকো হারামের সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে দেশটিতে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়।
একাত্তর/এসজে