সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ও সংক্রমণ বেড়েছে

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৯:৫৭ এএম

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৫ হাজার ২৭৪ জনের মৃত্যু এবং ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন রোগী শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮৭ হাজার ২১৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩৫ হাজার ৭৮ জন এবং মৃত্যু ৯২৫ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬১ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৮১৯ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৯৮০ জন এবং মৃত্যু ২৪২ জন। ব্রাজিলে মৃত্যু ৪৮৪ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৬০১ জন। ভারতে মৃত্যু ১৫০ জন এবং আক্রান্ত ২ হাজার ২৯০ জন। তুরস্কে আক্রান্ত ২১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু ১০১ জন। ইতালিতে আক্রান্ত ৭৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু ১২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১১ হাজার ৫৩২ জন এবং মৃত্যু ২৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ১১৬ জন। জাপানে আক্রান্ত ৫৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু ১৫৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৮৯ হাজার ৭১৭ জন এবং মৃত্যু ১৩৮ জন। পোল্যান্ডে আক্রান্ত ১২ হাজার ২৭৪ জন এবং মৃত্যু ২০৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৭২ জন, আর্জেন্টিনায় ২৯ জন, ইরানে ৯৮ জন, মালয়েশিয়ায় ৮৬ জন, চিলিতে ১৮৪ জন, মেক্সিকোতে ২৪৪ জন, কানাডায় ৮১ জন, ফিলিপাইনে ১৪৫ এবং থাইল্যান্ডে ৭৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

মিয়ানমারের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন চার হাজার ৫২১ জন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জন মারা গেছেন। ওই এলাকায় আরও প্রাণহানি ঘটতে পারে বলে শনিবার আশঙ্কা জানিয়েছে স্থানীয়...
দক্ষিণ-পূর্ব ব্রাজিলে এক প্রবল ঝড়ে অন্তত ১২ জন নিহত ও আরও সাতজন নিখোঁজ রয়েছেন। রিও ডি জেনিরোর পাহাড়ি এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবারের এ ঝড় জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরমভাবাপন্ন আবহাওয়ার...
নাইজেরিয়ার স্বল্প মূল্যে চাল বিতরণের সময় ভিড়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির লাগোস অফিসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত