পোল্যান্ডে ইউক্রেনীয় শরণার্থী নারী ও শিশুদের সঙ্গে দেখা করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'কসাই' আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এবারই প্রথম নয়, ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পরপরই পুতিনকে 'যুদ্ধাপরাধী' বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর ২০২১ সালে রুশ প্রেসিডেন্টকে সরাসরি 'হত্যাকারী' বলেন বাইডেন।
এদিন বাইডেন আরও বলেন, রাশিয়া ইউক্রেনের নাগরিকদের সাথে কি করেছে তা স্পষ্ট। পুতিন একজন কসাই। তবে রাশিয়া এ যুদ্ধে কৌশল পরিবর্তন করবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।
বাইডেনের এমন মন্তব্যের জবাবে ক্রেমলিনের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে, বাইডেনের সর্বশেষ মন্তব্যের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক মেরামত করা আরও কঠিন হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, এর আগে চারদিনের ইউরোপ সফরের শেষ দিনে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) পোল্যাণ্ডের রাজধানী ওয়ারশর ম্যারিয়ট হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: লিভিভে 'শক্তিশালী' বিস্ফোরণ, আকাশে রাশিয়ার দাপট
গেলো শুক্রবার পোল্যান্ডে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্টে আন্দ্রেজ দুদার সঙ্গেও আলোচনায় অংশ নেন বাইডেন। তবে এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র।
এদিকে ইউক্রেনে নিজেদের সামরিক অভিযানের প্রথম ধাপের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়ার সেনাবাহিনী। শুক্রবার (২৫ মার্চ) রুশ সেনাবাহিনী জানায়, ইউক্রেনে তাদের যুদ্ধের 'প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে।'
একাত্তর/আরবএস