সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি, সামরিক মহড়ার ঘোষণা চীনের

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:২০ এএম

চীনের হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতে তাইওয়ানে পা রাখেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (২ আগস্ট) এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো হাউজ স্পিকার তাইওয়ানে পা রাখলেন। 

পেলোসির তাইওয়ান সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছিল বেইজিং। 

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন,  যদি পেলোসি তাইওয়ান সফরে যান তবে তা হবে চীনের অভ্যন্তরীণ নীতিতে কুরুচিপূর্ণ হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। চীনের সামরিক বাহিনীও চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।  

যদিও এসব হুমকি উপেক্ষা করেই তাইওয়ানের তাইপে বিমানবন্দরে অবতরণ করেন ন্যান্সি পেলোসি।

বিবিসি বলছে, কড়া নিরাপত্তা থাকার পরও পেলোসি যে হোটেলে অবস্থান করছেন তার বাইরে বিক্ষোভ করেছেন চীনপন্থীরা। 

অন্যদিকে পেলোসি তাইপে বিমানবন্দরে অবতরণের পরপরই চীনের বিমান বাহিনীর একটি দল তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে মহাড়া দিয়েছে। চীনের ২১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে।

সবশেষ চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দেশটি। তাইওয়ানের পূর্বে সমুদ্র অঞ্চলে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাবে চীন। চলবে লাইভ ফায়ারিং। 

পেলোসির সফরকে ঘিরে ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজও মোতায়েন করা হতে পারে বলেও খবর এসেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। 


একাত্তর/আরবিএস 

রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত