সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

মেক্সিকোর উত্তর সীমান্তে দাঙ্গায় নিহত ১১, আহত অর্ধশত

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএম

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে বৃহস্পতিবার রাতে সংঘটিত দাঙ্গায় ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি রেডিও স্টেশনের চার কর্মচারীও রয়েছে।

জুয়ারেজের একটি কারাগারে সেদিন বিকেলে দুই গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। পরে একটি গ্যাংয়ের সদস্যরা শহরের নানা জায়গায় নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে আরও ৯ জনকে হত্যা করে। 

দেশটির উপ-নিরাপত্তা মন্ত্রী রিকার্ডো মেজিয়া'র বরাতে দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার রাতে এ সহিংসতা শুরু হয়। 'এল চ্যাপো' গুজমানের নেতৃত্বে কুখ্যাত সিনালোয়া কার্টেলের সদস্যরা, জুয়ারেজের স্থানীয় গ্রুপ লস মেক্সিকেলসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংশ্লিষ্টদের ধারণা মাদক চোরাচালানকে কেন্দ্র করেই এ দ্বন্দ্বের সূত্রপাত। 

তবে ঠিক কি কারণে এ সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করে জানায়নি পুলিশ। 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডর শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

লোপেজ আরও বলেন, এসব গ্যাংয়ের সদস্যরা বেসামরিক ও নিরীহ জনগণের উপর এক ধরণের প্রতিশোধের মতো আক্রমণ করেছে। এটি কেবল দুটি দলের মধ্যে সংঘর্ষ ছিল না, এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা বেসামরিক, নিরীহ মানুষকে গুলি করতে শুরু করেছিল। এই ব্যাপারে এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন: রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না

তিনি আরও বলেন, মেগা রেডিও'র চারজন কর্মচারী যারা একটি লাইভ প্রচারমূলক ইভেন্ট সম্প্রচার করছিলেন তাদেরও গুলি করে হত্যা করা হয়েছে। 

এদিকে শুক্রবার সকালে দেশটির সেনাবাহিনী এবং জাতীয় রক্ষীদের সহায়তায় মেক্সিকেল গ্যাংয়ের ছয়জন অভিযুক্ত সদস্যকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। অপরাধীদের কাউকে ছার দেয়া হবে না বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। 


একাত্তর/আরবিএস  

কাশ্মীরে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলায় শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা আর স্তম্ভিত পর্যটনপ্রেমীরা। আতঙ্ক কাটেনি প্রত্যক্ষদর্শীদের।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
উত্তর মেক্সিকোতে রোববার নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ চলেছে। ব্যাপক পাথর ছোঁড়াছুঁড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত