যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায় একটি পানশালার বাইরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন।
শনিবার (১৩ আগস্ট) বেরউইক শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আরেক নারীকে হত্যার দায়ে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, সম্প্রতি একটি আগুন লাগার ঘটনায় ওই পানশালার বাইরে ভুক্তভোগীদের জন্য অর্থ সংগ্রহ করছিল একটি দল। এমন সময় সন্ধ্যা ৬টার দিকে আদ্রিয়ান অসওয়াল্ডো সুরা রিস তাদের ওপর তার গাড়িটি উঠিয়ে দেন।
পরে তিনি নিকটবর্তী নেসকোপেক শহরে গিয়ে এক নারীকে হত্যা করেন। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানায়নি পুলিশ।
আরও পড়ুন: সালমান রুশদির ওপর হামলার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া
তবে করোনারের দপ্তরের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই নারী ছিলেন আদ্রিয়ানের মা।
একাত্তর/এসজে