সেকশন

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
 

গাজার নিচে হামাসের সুড়ঙ্গ, যেন এক মূর্তিমান আতঙ্ক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম

পুরো গাজার নিচে মাকড়শার জালের মতো ছড়িয়ে আছে হামাসের সুড়ঙ্গ, যা ইসরাইলি বাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক। এই টানেলগুলোকেই বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র পথ হিসেবে ধরা হয়। হামাসসহ গাজার সশস্ত্র গোষ্ঠীরা বিভিন্ন সময়ে সুড়ঙ্গে তাদের সংগৃহীত গোলাবারুদ লুকিয়ে রাখে।

অবরুদ্ধ শহর গাজার মাটির নিচে যেন আরেক জগৎ। ওপরে যতটা, নিচেও যেন ঠিক ততটাই। পুরো গাজার নিচে মাকড়শার জালের মতো ছড়িয়ে আছে হামাসের সুড়ঙ্গ। 

বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত ফিলিস্তিনের গাজা উপত্যকার একপাশে ইসরাইলের সীমান্ত, অন্য পাশে মিশর আর ভূমধ্যসাগর। তাই বহির্বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের জন্য বলা যায় একমাত্র পথ এই টানেলগুলো।

২০০৭ সালে হামাস প্রথম সুড়ঙ্গটি নির্মাণ করে গাজা উপত্যকা ও মিশরের মাঝামাঝি অংশে। মূলত ইসরাইলের অবরোধ এড়িয়ে সাধারণ ফিলিস্তিনিদের জন্য ভোগ্যপণ্য সরবরাহ সুড়ঙ্গটি নির্মাণের মূল লক্ষ্য ছিলো। এ ধারণাকে কাজে লাগিয়ে ২০১৩ সালে ইসরাইলমুখী সুড়ঙ্গ তৈরি শুরু করে হামাস। 

গাজার নিচে হামাসের সুড়ঙ্গ। ইমেজ- স্যালন।

সেই সময় ইসরাইল-গাজা সীমান্তে কমপক্ষে তিনটি সুড়ঙ্গ নির্মাণ করা হয়। এর মধ্যে দুটি সুড়ঙ্গ বিস্ফোরকে বোঝাই ছিল। ইসরাইল ও মিসর নিয়মিত এই সুড়ঙ্গপথ ধ্বংসের চেষ্টা চালালেও এখনও এর বেশিরভাগ অংশ অক্ষত রয়েছে।

হামাসসহ গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে সুড়ঙ্গে তাদের সংগৃহীত ক্ষেপণাস্ত্র, রকেট, গোলাবারুদ লুকিয়ে রাখে। যোদ্ধাদের গোপন আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় সেগুলো। এমনকি সমরাস্ত্র তৈরির কারখানাও রয়েছে এসব টানেলে।

বিশ্লেষকরা বলছেন, হামাস ইরান থেকে সুড়ঙ্গপথে গাজায় অস্ত্র নিয়ে আসে। এর মধ্যে দূরপাল্লার অস্ত্রও থাকে। এছাড়া গাজায় অস্ত্র উৎপাদনের জন্য উপকরণও পাঠায় তারা।

একাত্তর/আরবিএস  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। তার দাবি, আগামী...
রাশিয়া-ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পদক্ষেপে নড়েচড়ে বসেছে ইউরোপ। যুদ্ধরত দুই পক্ষকে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে আহবান জানিয়েছেন তিনি। সেই...
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত ওয়াপদা সংরক্ষণ বাঁধের ওপর নির্মিত ক্ষত-বিক্ষত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের ‘গলার কাঁটা’...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত