গাঁজা বা মারিজুয়ানা একটি সাইকোঅ্যাকটিভ ড্রাগ যা মস্তিষ্ককে প্রভাবিত করে। যদিও বহু শতাব্দী ধরে গাঁজা বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহৃত হয়ে আসছে, গাঁজা বা আগাছা ধূমপান গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। গাঁজার আসক্তি স্থায়ী মানসিক ব্যাধি সৃষ্টি করতে পারে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা।
এরপরও বহু দেশ সাময়িক আনন্দের জন্য মারিজুয়ানা সেবনকে বৈধতা দিয়েছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশেই গাঁজা সেবন বৈধ নয়, দেশে দেশে এটি অবৈধ রয়ে গেছে।
এসব দেশে বিভিন্ন মাধ্যমে গাঁজা পাচার হয়। যেখানে চোরাকারবারীরা নিষিদ্ধ দেশগুলোতে গাঁজা পাচার করার জন্য অভিনব সব উপায় অবলম্বন করে, ফিক তেমনই এক অবাক করা ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই।
এই ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট এক্সের হ্যান্ডেল @Crazy Clips -এ শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ তরমুজ কাটছে কিন্তু কাটার পর এর ভেতর থেকে হুবহু তরমুজের রঙের একটি ব্যাগ বেরিয়ে আসে। থলে কাটলে গাঁজা ভর্তি থাকতে দেখতে পাওয়া যায়।
ট্রাকে বোঝাই বেশ কিছু তরমুজ কাটার পর একই জিনিস দেখা যায়। তরমুজগুলো লুকিয়ে এই ভাবে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ক্রমশ ভাইরাল হচ্ছে। যদিও এই ভিডিওটি ২০২০ সালের বলে জানা গেছে। আর ঘটনাটি কলম্বিয়ায় ঘটেছে।
ভিডিওটি ২৮ জানুয়ারি শেয়ার করা হয়। এই প্রতিবেদনটি লেখার সময় ৩৬ মিলিয়নের বেশি ইউজার এই অভিনব ভিডিওটি দেখেছেন। একই সঙ্গে এই ভাইরাল হওয়া পোস্টের কমেন্ট সেকশনে বহু ব্যবহারকারি নিজেদের মতামত জানাতে কমেন্ট করেছেন।