সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বেড়েছে মুসলিমবিদ্বেষ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং আক্রমণের ঘটনা রেকর্ড মাত্রায় বেড়েছে। বিগত ৩০ বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে দেশটিতে। ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ এবং ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের জেরে দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান (অ্যাডভোকেসি গ্রুপ) কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (সিএআইআর) এ তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের।  

সিএআইআর বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে মোট আট হাজার ৬১টি মুসলিমবিদ্বেষী ঘটনার অভিযোগ পাওয়া গেছে, যা তার আগের বছরের তুলনায় ৫৬ শতাংশ বেশি। শুধু তাই-নয়, এটি প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। 

সংস্থাটি আরও বলছে, গেলো বছর কেবল অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রায় তিন হাজার ৬০০টি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে আমেরিকায়। ছুরি হামলা ও মারধরের শিকার হয়েছেন অনেকে। এছাড়াও সামাজিকভাবেও বৈষম্যের শিকার হয়েছেন অনেক মুসলিম।  

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো দেশটিতে মুসলিমবিদ্বেষের ঘটনা কমতে দেখা গিয়েছিলো জানিয়ে সিএআইআর বলছে, কিন্তু ২০২৩ সালে তা আবার রেকর্ড পরিমাণ বেড়ে গেছে।  

বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধ মুসলিমবিদ্বেষ বৃদ্ধির প্রাথমিক শক্তি হিসেবে কাজ করেছে।

আরবিএস
সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।
ইসরাইল যে লক্ষ্য নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আগ্রাসন চালিয়েছে তা 'সম্পূর্ণভাবে অর্জিত' হয়নি বলে মনে করেন দখলদার রাষ্ট্রটির ৫৭ শতাংশ নাগরিক। 
হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফিরতে শুরু করেছে হাজার হাজার মানুষ।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত