সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

ইরানের হুমকিতে তটস্থ ইসরাইল, শঙ্কিত যুক্তরাষ্ট্র

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:০৭ পিএম

ফিলিস্তিনের ভূমিতে উড়ে এসে জুড়ে বসা ইসরাইল এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় অশান্তির কারণ। পশ্চিমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দখলদার ইসরাইলের আগ্রাসনে অস্থির আরব ভূখণ্ড। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন- হামাসকে শায়েস্তা করতে নেমে এখন প্রতিদিন ইসরাইলি হায়েনাদের হাতে মারা পড়ছে শত শত মানুষ। গোটা আরব বিশ্বকেই যেন এখন চ্যালেঞ্জ জানাচ্ছে দেশটি।

এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাতেই দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের জেনারেলদের হত্যা করেছে ইসরাইল। এতে ফুঁসে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। আর ইসরাইলের জন্য যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল- ইরানও হুংকার ছেড়েছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুশিয়ারি দিয়ে বলেছেন, হামলার মোক্ষম জবাব হিসাবে তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক।

ইরানের এমন প্রতিক্রিয়ার হাঁটুতে কাঁপন ধরে যায় তেল আবিবের, রাতের ঘুম হারাম হয়ে যায় নেতানিয়াহুর। শুধু তার নয়, দীর্ঘদিনের দোসর আমেরিকাও সমানভাবে শঙ্কিত।

ইসরাইলি নেতা নেতানিয়াহু মুখে বলেছেন, যারাই তাদের ক্ষতি করছে বা ক্ষতি করার পরিকল্পনা করছে ইসরাইল তাদের ক্ষতি করবে। কিন্তু তার এ কথা অসাড় হয়ে পড়ে একদিন পরই। ইসরাইলের পরিস্থিতি এখন এমন যেন, চাচা আপন প্রাণ বাঁচা!

ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে ইসরাইলের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধ ইউনিটগুলোর সব ধরনের ছুটি বাতিল করেছে। শুধু কি তাই, বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রয়টার্স ও বিবিসি জানিয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। এই সিস্টেমের ওপর নির্ভর করেই বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়। তাই শত্রুর সম্ভাব্য গাইডেড মিসাইল ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করতে সম্ভবত এ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ ও গণমাধ্যমগুলো।

ইসারাইলি ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন, ইসরাইলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে। ইসরাইলিদের আহ্বান জানানো হয়েছে, তারা যাতে তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে। পাশাপাশি দেশটির জনগণকে ভীত হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করারও পরামর্শ দেয়া হচ্ছে।

ইসরাইলে যখন এমন ত্রাহি মধুসূদন অবস্থা তখন অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় শঙ্কিত যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়কারী জন কিরবি সিএনএন’কে বলেছেন, তারা পুরো ঘটনায় বেশ শঙ্কিত। ইসরাইল ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সম্পর্কে টিভি উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এ ব্যাপারে আমর খুব উদ্বিগ্ন।

এদিকে, শুক্রবার সিরিয়ায় ইরানি দূতাবাস প্রাঙ্গণে নিহত সাত সেনা কর্মকর্তাদের দাফন অনুষ্ঠানে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করেছে ইরান। দাফন অনুষ্ঠান বার্ষিক কুদস দিবসে আয়োজন করা হয়। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার ইরানজুড়ে দিবসটি পালিত হয়। ফিলিস্তিনিদের সমর্থনে দিবসটি পালন করে ইরান।

এআরএস
২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী...
ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের জন্য এই সীমিত স্থল অভিযান শুরু করেছে তারা।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য,...
সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই...
দেশের মানুষের অন্যতম প্রধান উৎসব আর চার দশক ধরে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশই বলা যায় ‘মঙ্গল শোভাযাত্রা’কে। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত