শুধু এশিয়ার দেশ জাপান নয়, যুক্তরাজ্যের লন্ডন শহরে এসেছে বসন্ত। এ সুযোগে প্রকৃতি মেলে ধরেছে তার সবটুকু রূপ। শুভ্র চেরি ফুল ফুটেছে গাছে গাছে। তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
ফুলে ফুলে ছেয়ে গেছে গাছগাছালি। শীত শেষ হতেই প্রকৃতি আবারো নিজের রঙিন সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত। গোলাপি, সাদা ও লাল রঙের চেরি ফুলে লন্ডনের রাস্তায় দেখা যায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।
তাদের ভাষায়, এতো সুন্দর ফুল। দেখলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে। চেরি ফোটার দিনগুলোতে আমরা প্রতিদিনই ঘুরতে বের হই আর ফুলের সৌন্দর্য উপভোগ করি।
এবারে লন্ডনে চেরি ফুল নিয়ে রয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। নেচারস কনফেত্তি নামের একটি প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য চেরি ফুল ফোটা সরাসরি দেখার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এতে করে চেরি উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বহু পর্যটকও।
তারা বলেন, চেরি ফুল আমার অনেক পছন্দ। তার উপর ফুলটি এভাবে নিজের চোখে ফুটতে দেখার অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানোর মতো নয়। চার বছর ধরেই নানা ভাবে দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানটি চেরি নিয়ে নানা আয়োজন করে আসছে। যা সত্যিই অসাধারণ।
বড়দের পাশাপাশি শিশুরাও চেরি ফুলের সৌন্দর্যে মাতোয়ারা। অভিভাবকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে লন্ডনের পার্কে পার্কে। সেন্ট্রাল লন্ডনে চলছে ব্লোসম উইক। বইছে উৎসবের হাওয়া।
এ ধরনের আয়োজন লন্ডনের মানুষকে যান্ত্রিক জীবন থেকে অনেকটাই মুক্তি দেয়। চারপাশের পরিবেশ এতোই সুন্দর যে মুহূর্তেই মন ভালো করে দেয়।
আয়োজকরা জানান, তারা সেন্ট্রাল লন্ডনকে একটি নতুন বিনোদনমূলক জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আর বসন্তের সময়টা এর জন্য সবচেয়ে উপযুক্ত। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।