সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

লন্ডনের বসন্তে মুগ্ধতা ছড়াচ্ছে চেরি ফুল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম

শুধু এশিয়ার দেশ জাপান নয়, যুক্তরাজ্যের লন্ডন শহরে এসেছে বসন্ত। এ সুযোগে প্রকৃতি মেলে ধরেছে তার সবটুকু রূপ। শুভ্র চেরি ফুল ফুটেছে গাছে গাছে। তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

ফুলে ফুলে ছেয়ে গেছে গাছগাছালি। শীত শেষ হতেই প্রকৃতি আবারো নিজের রঙিন সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত। গোলাপি, সাদা ও লাল রঙের চেরি ফুলে লন্ডনের রাস্তায় দেখা যায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।

তাদের ভাষায়, এতো সুন্দর ফুল। দেখলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে। চেরি ফোটার দিনগুলোতে আমরা প্রতিদিনই ঘুরতে বের হই আর ফুলের সৌন্দর্য উপভোগ করি। 

এবারে লন্ডনে চেরি ফুল নিয়ে রয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। নেচারস কনফেত্তি নামের একটি প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য চেরি ফুল ফোটা সরাসরি দেখার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এতে করে চেরি উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বহু পর্যটকও।

তারা বলেন, চেরি ফুল আমার অনেক পছন্দ। তার উপর ফুলটি এভাবে নিজের চোখে ফুটতে দেখার অভিজ্ঞতা সত্যিই বলে বোঝানোর মতো নয়। চার বছর ধরেই নানা ভাবে দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানটি চেরি নিয়ে নানা আয়োজন করে আসছে। যা সত্যিই অসাধারণ।

বড়দের পাশাপাশি শিশুরাও চেরি ফুলের সৌন্দর্যে মাতোয়ারা। অভিভাবকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে লন্ডনের পার্কে পার্কে। সেন্ট্রাল লন্ডনে চলছে ব্লোসম উইক। বইছে উৎসবের হাওয়া। 

এ ধরনের আয়োজন লন্ডনের মানুষকে যান্ত্রিক জীবন থেকে অনেকটাই মুক্তি দেয়। চারপাশের পরিবেশ এতোই সুন্দর যে মুহূর্তেই মন ভালো করে দেয়। 

আয়োজকরা জানান, তারা সেন্ট্রাল লন্ডনকে একটি নতুন বিনোদনমূলক জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আর বসন্তের সময়টা এর জন্য সবচেয়ে উপযুক্ত। লন্ডনে এবারের চেরি উৎসবের মূল আয়োজন শুরু হবে ২২ এপ্রিল। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

এআরএস
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
যুক্তরাজ্যে গত বছর আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে অপরাধ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারকে জরুরি ভিত্তিতে নীতিগত সংস্কার...
নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখর পরিবেশে চীনজুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ বা লুনার ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও সাংস্কৃতিক ঐতিহ্যের...
টিউলিপ সিদ্দিকের জায়গায় নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়েছে। এ বিষয়ে আগামী ১০ এপ্রিল নতুন দিন ধার্য করেছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত