সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

খারকিভের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:২৯ এএম

ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পূর্ব ইউক্রেনের একটি শিল্প শহর দোনেৎস্কের কেরামিক নামের একটি গ্রামটিও দখল করেছে রাশিয়া। 

এর আগে শুক্রবার খারকিভের আন্তঃসীমান্ত হামলা চালায় রুশ সেনারা। 

শহরটির গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, শনিবারেও খারকিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। সেনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরুর দিকে খারকিভেই প্রথম হামলা চালায় রাশিয়া। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটে রাশিয়া। 

বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া।

এরইমধ্যে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন ও সেভেরন নামের তিনটি গ্রাম দখলে নিয়েছে মস্কো। ইউক্রেনীয় বাহিনী এসব গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।

আরবিএস
রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়ে ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা করেছে রাশিয়া।
ইউক্রেনের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত