ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পূর্ব ইউক্রেনের একটি শিল্প শহর দোনেৎস্কের কেরামিক নামের একটি গ্রামটিও দখল করেছে রাশিয়া।
এর আগে শুক্রবার খারকিভের আন্তঃসীমান্ত হামলা চালায় রুশ সেনারা।
শহরটির গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, শনিবারেও খারকিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। সেনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন অভিযান শুরুর দিকে খারকিভেই প্রথম হামলা চালায় রাশিয়া। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটে রাশিয়া।
বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া।
এরইমধ্যে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন ও সেভেরন নামের তিনটি গ্রাম দখলে নিয়েছে মস্কো। ইউক্রেনীয় বাহিনী এসব গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে।