সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলি করা সেই ব্যক্তির বিষয়ে যা জানা গেলো

আপডেট : ১৭ মে ২০২৪, ১১:৪৩ এএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রীকেও। হাসপাতালে চিকিৎসাধীন ফিকো এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। এমন ন্যাক্কারজনক ঘটনা কে ঘটিয়েছে তা নিয়েও চলছে চুলচেড়া বিশ্লেষণ। একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। 

এনিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন লেখক। 

খবরে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ডিইউএইচএ বা রংধনু সাহিত্য ক্লাবের প্রতিষ্ঠাতা। লিখেছেন তিনটি কবিতাসমগ্র। স্লোভাকিয়ার লেখকদের একটি সংগঠনের সদস্যও ওই ব্যক্তি।

লেখকদের সংগঠনটি এক ফেসবুক পোস্টে বলেছে, সন্দেহভাজন ব্যক্তি ২০১৫ সাল থেকে তাদের হয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রীকে গুলির ঘটনায় তার জড়িত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে তার সদস্যপদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে তারা।

এদিকে, স্থানীয় একটি সংবাদমাধ্যম সন্দেহভাজন ব্যক্তির ছেলের বক্তব্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, তার বাবার চিন্তাভাবনা, পরিকল্পনা সম্পর্কে সত্যিই কোনো ধারণা নেই। এমনকি এই ঘটনা কেন ঘটল, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

কোনো কারণে তার বাবা প্রধানমন্ত্রী ফিকোকে অপছন্দ বা ঘৃণা করতেন কিনা সেটি নিশ্চিত নয়, তবে তার বাবা ফিকোকে ভোট দিতেন না।

সন্দেহভাজন ওই ব্যক্তি স্লোভাকিয়ার লেভিস শহরের বাসিন্দা, থাকতেন এই বাড়িতেই। তিনি কোনো বর্ণবাদী নয় বলেও দাবি করেছেন তার ৪০ বছরের বন্ধু এবং প্রতিবেশী মাইল লুডোভিট।

মাইল লুডোভিট বলেন, তিনি বর্ণবাদী ছিলেন না, তার অস্বাভাবিক কোনো চিন্তাভাবনা ছিলো না। এমনকি যখন আমরা রাজনীতি নিয়ে কথা বলতাম, তখন আমরা কেবল বিষয়গুলো কীভাবে হতে পারে তা নিয়ে কথা বলতাম এবং এতে কোনো বর্ণবাদী চিন্তাভাবনা ছিলো না।

এরপরও এ বিষয়ে শুরু হয়েছে তদন্ত। তার অতীত বর্তমান সব কর্মকাণ্ড ঘেটে দেখছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে গঠন করা হয়েছে হত্যাচেষ্টার চার্জাও।

এর আগে, বুধবার স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে সরকারি বৈঠকে শেষে বের হওয়ার পরই ফিকোকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ফিকোকে একটি গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রথমে তার অবস্থা আশঙ্কাজনক বলা হলেও এখন স্থিতিশীল বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা। 

উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা বলেন, প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং একটি গুলি তার পেটে লেগেছে। তবে অবস্থা এখন আশঙ্কাজনক নয়। কারণ ফিকোর অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং আমার ধারণা শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন।

কমিউনিস্ট পার্টির ৫৯ বছর বয়সী ফিকো ১৯৬৪ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্মগ্রহণ করেন।

১৯৯২ সালে গণতান্ত্রিক বাম দলের সদস্য হিসেবে প্রথম স্লোভাকিয়ার সাংসদ নির্বাচিত হন। এর আগে ২০০৬ থেকে ১০ এবং ১২ থেকে ১৮ সাল পর্যন্ত দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রবার্ট ফিকো। 

আরবিএস
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ভারতের জম্মু ও কাশ্মীরে আলাদা দুইটি জঙ্গি হামলার ঘটনায় এক রাজনৈতিক নেতা নিহত ও এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও ও অনন্তনাগে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আরও একটি অস্ত্রোপচার হয়েছে । শুক্রবার দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন স্লোভাক উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। 
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত