সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

উড়োজাহাজ বিধ্বস্ত: মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:১৬ পিএম

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় সাওলোস ও তার স্ত্রী ছাড়াও উড়োজাহাজে থাকা বাকি আট অরোহীর সবাই নিহত হয়েছেন।   

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরার অফিস দেশটিতে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। খবর সিবিএস নিউজের। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত উড়োজাহাজে থাকা সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

এর আগে সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যায়। 

দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ধারণা করছেন বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি এখনও খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে জানানো হয়, এটি বিধ্বস্ত হয়েছে এবং সব আরোহী নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা ছিলো।

তিনদিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে সরকারের প্রতিনিধি হিসেবে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন চিলিমা। এসময় উড়োজাহাজটি নিখোঁজ হয়। 

কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। 

২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিলো- তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেয়।

রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

৫১ বছর বয়সী সাওলোস চিলিমা ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

আরবিএস
আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
আফ্রিকার দেশ বতসোয়ানা প্রজাতন্ত্রে একটি খনিতে দুই হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা পাওয়া গেছে। বিশ্বে এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা এটি।
পূর্ব আফ্রিকার বুরুন্ডিতে এমপক্স বা মাঙ্কিপক্সের ১৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের দেহে ভাইরাসটির ‘নতুন রূপ’ শনাক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত