সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম

গাজা উপত্যকার নির্বাচিত সরকার ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। একইসঙ্গে হামাসে সব সম্পত্তি জব্দ করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দেশটির সঙ্গে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন।

প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে হয়, গেলো বছরের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর আক্রমণে প্রায় এক হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে জঙ্গিরা । ইসরাইলের ৭৬ বছরের ইতিহাসে এটিই ছিলো সবচেয়ে মারাত্মক হামলা। 

বিবৃতিতে ইরানের সাথে হামাসের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। 

ইসরাইল সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

হাভিয়েরের অফিস থেকে আরও বলা হয়, আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সাথে সারিবদ্ধ হতে হবে। 

এই বছরের ফেব্রুয়ারি মাসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরাইলে সফরে যান 
হাভিয়ের । নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখান যান ।

ইসরাইল সফরে গিয়ে ফিলিস্তিনের দখলকৃত শহর জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনাও করেন হাভিয়ের। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, ইসরাইলের আজরিয়েলি মল হারজেলিয়া থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করবেন।

গাজা গণহত্যা মধ্যেই নেতানিয়াহু সরকারের প্রশংসা এবং জেরুজালেমে দূতাবাস স্থানান্তরিত কারার ঘোষণার পর বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পরেছিলেন তিনি।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার বিরোধিতা করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ, ইরান, রাশিয়া, চীন, নরওয়ে, ব্রাজিলসহ বিশ্বের বহু দেশ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, আর্জেন্টিনাসহ অধিকাংশ ইউরোপীয় দেশ এই গণহত্যাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে। 

আরবিএস
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের...
ইরান ইসরাইল যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেনো হবে না; সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে মার্কিন...
ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের জেরে নিজ দেশের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরাইল নিশ্চিত করেছে তারা ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শহরটিতে...
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত