ইউক্রেনের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তার উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। আলোচনায় যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও আগে বৈঠকে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এএফপির খবর বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইস্তাম্বুলের আলোচনায় রাশিয়ার কে কে আসবেন তার ওপর নির্ভর করবে কিয়েভের পরবর্তী পদক্ষেপ।
প্রায় তিন বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই প্রস্তাবে রাজি হলে আলোচনার স্থান হিসেবে বেছে নেয়া হয় তুরস্কের ইস্তাম্বুল। বৃহস্পতিবার কাঙ্ক্ষিত বৈঠকটি হওয়ার কথা। তবে প্রস্তাব দিয়ে নিজেই আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বুধবার ইস্তাম্বুলের আলোচনার জন্য প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করে ক্রেমলিন। সে তালিকায় নেই পুতিনের নাম। রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তারই প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনায় বসার জন্য শর্ত হিসেবে পুতিনের উপস্থিতির আহবান জানান। ক্রেমলিনের এমন সিদ্ধান্তে জেলেনস্কির আলোচনায় অংশগ্রহণ নিয়ে তৈরি হয় সন্দেহ। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারায় যাবেন জেলেনস্কি, কিন্তু বৈঠকে অংশ নেবেন কি-না তা এখনো নিশ্চিত নয়।