পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে কাশ্মীর নিয়ে ভারতকে আলোচনার টেবিলে আহবানও জানিয়েছেন শেহবাজ।
এদিকে, ভারত চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারো হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, অভ্যন্তরীণ চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে।
বুধবার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করত। কিন্তু আপনারা (সৈনিকরা) তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।
তিনি আরও বলেন, ভারত ভাবত যে- পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও।
পাকিস্তানের সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা- সেই সিদ্ধান্ত তোমাদের। তিনি মোদিকে কাশ্মীর নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, আমরা যুদ্ধ এবং আলোচনা- দুইয়ের জন্যই প্রস্তুত।
ভারতের প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, আমরা সংলাপ ও শান্তির পক্ষে, কিন্তু আবার পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে কিছুই অবশিষ্ট থাকবে না। এবার আমাদের জবাব আরও শক্তিশালী হবে। তিনি স্পষ্ট করে বলেন, সিন্ধু চুক্তি লঙ্ঘনের চিন্তাও যেন না করে ভারত।
তিনি ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।
তিনি স্পষ্ট করে বলেন, কাশ্মীর ইস্যু সমাধান না হলে বাণিজ্য হতে পারে না। তুমি (মোদি) যদি ভেবে থাকো এই অঞ্চলের পুলিশ হবে, তবে সেই মায়া আজ ভেঙে গেছে। পাকিস্তান শান্তির পক্ষপাতী। আমরা এই অঞ্চলের উন্নয়ন চাই- এই ইচ্ছাকে দুর্বলতা ভাবার ভুল করবেন না।
কাশ্মীর ইস্যুতে শেহবাজ শরিফ বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান হতে হবে। তারপর বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মোদি, আমাদের জ্ঞান দিও না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৯০ হাজার প্রাণ হারিয়েছি, আর্থিক ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। এটা আমাদের অস্তিত্বের লড়াই।