চলমান ইরান-ইসরাইল সংঘাতে নতুন মাত্রা যোগ করলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঁশিয়ারি বার্তায়।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) -এ একটি বার্তায় তিনি লিখেছেন -‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’
‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) -এর চাচাতো ভাই হজরত আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।