সম্প্রতি ইসরাইলকে সমর্থন করে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। এর পরিপ্রেক্ষিতে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ইরান।
জার্মান চ্যান্সেলর বলেছেন, ইসরাইল একটি নোংরা কাজে হাত দিয়েছে। আমাদের সকলের হয়ে কাজটি করে দিচ্ছে তারা। অর্থাৎ, ইসরাইলের ইরান আক্রমণকে সমর্থন করেছেন ম্যার্ৎস।
এর পরিপ্রেক্ষিতেই তেহরানে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের একটি টেলিভিশন চ্যানেল এই খবর প্রকাশ করেছে।
মের্ৎস ওই দিন আরো বলেন যে, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। তবে তেহরান আগেই আলোচনার টেবিলে বসতে পারে।