সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

জেলেনস্কির স্পেন ও পর্তুগাল সফর বাতিল

আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:৫৫ পিএম

স্পেন ও পর্তুগালে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সফর বাতিলের বিষয়টি বুধবার জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনে নতুন করে রুশ আক্রমণ জোরদার হওয়ার কারণে এই সফর বাতিল করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএনসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স’র।

জেলেনস্কির আগমন উপলক্ষে ১৭ মে সংবর্ধনা ও ভোজের আয়োজন করার কথা ছিল স্পেনের রাজা ফেলিপের। এ  সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি করার প্রত্যাশাও করছিলেন জেলেনস্কি। যৌথ চুক্তিটির বিষয়ে গত বছরই ঘোষণা দিয়েছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

পর্তুগিজ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও কারণ উল্লেখ না করেই সফর বাতিল করেছেন জেলেনস্কি। স্প্যানিশ সরকারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই সপ্তাহে আসছেন না জেলেনস্কি।

এদিকে, অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের মতোই ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে স্পেনও। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার কথা বলেছে দেশটি।

 

একাত্তর/জো
আচমকা বিদ্যুৎবিভ্রাটে জেরবার স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা। অভাবনীয় এই ঘটনা থেকে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ঘাম ছুটে যাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষের। সোমবার ভোর থেকেই দেখা দিয়েছে ব্যাপক...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
স্প্যানিশ-পেরুভিয়ান ঔপন্যাসিক ও সাহিত্যে নোবেলজয়ী কথাশিল্পী মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।
ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত