স্পেন ও পর্তুগালে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সফর বাতিলের বিষয়টি বুধবার জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনে নতুন করে রুশ আক্রমণ জোরদার হওয়ার কারণে এই সফর বাতিল করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএনসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্স’র।
জেলেনস্কির আগমন উপলক্ষে ১৭ মে সংবর্ধনা ও ভোজের আয়োজন করার কথা ছিল স্পেনের রাজা ফেলিপের। এ সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা চুক্তি করার প্রত্যাশাও করছিলেন জেলেনস্কি। যৌথ চুক্তিটির বিষয়ে গত বছরই ঘোষণা দিয়েছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
পর্তুগিজ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, কোনও কারণ উল্লেখ না করেই সফর বাতিল করেছেন জেলেনস্কি। স্প্যানিশ সরকারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই সপ্তাহে আসছেন না জেলেনস্কি।
এদিকে, অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের মতোই ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে স্পেনও। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার কথা বলেছে দেশটি।