ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাবিদ হোসেন নান্টু (২৮) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
নান্টু ময়মনসিংহ সদর উপজেলার মৃত টিপু সুলতানের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার মাদক মামলায় কারাগারে বন্দী ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ