সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

গোপনে যৌন ভিডিও ধারণ, ক্ষমা চাইলেন ফুটবলার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

গোপনে বান্ধবীর সঙ্গে যৌন মিলনের ভিডিও ধারণ করার জন্য আদালতে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হোয়াং উই-জো। ৩১ বছরের এই স্ট্রাইকার ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে চারটি যৌন মিলনের ভিডিও ধারণ করেছিলেন কোন রকম সম্মতি ছাড়াই।

আইনজীবীরা জানিয়েছেন, নিজের দুই বান্ধবীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও গোপনে ধারণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার হোয়াং উই-জো। এসব ভিডিও প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং উই-জোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার, রাজধানী সিউলের এক আদালতে হাজির হয়ে ফুটবলার হোয়াং উই-জো নিজের অপকর্মের জন্য গভীর অনুতাপ প্রকাশের পাশাপাশি ভুলে দায় স্বীকার করে নেন। তিনি বলেন, ওই সব অবৈধ কাজের জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত’। এ ধরনের অন্যায় আর না করারও অঙ্গীকার করেন তিনি।

এর আগে গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেওয়া উই-জোকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় গত জুনে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তার শ্যালিকা। এরপরই সেই ভিডিওগুলি সামনে আসে। এই ঘটনায় শ্যালিকার বিরুদ্ধে মামলা করেন দেন তিনি।

গত সেপ্টেম্বরে উই-জোর শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু উই-জোকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ভিডিওগুলো ধারণ করেছিলেন বেআইনিভাবে।

ভিডিওগুলোতে থাকা নারীদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে চাননি প্রসিকিউটররা। আদালতে উই-জো বলেন, আমি ভবিষ্যতে কোনো অন্যায় করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা দেব।

তিনি আরও বলেন, আমার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমার পাশে থেকেছে, তাদেরকে আমি হতাশ করেছি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত।

এআরএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করা কেন অবৈধ...
আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। রিটে, গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল...
বর্ষসেরা ফুটবলার পুরস্কার ‘দ্য বেস্ট’ ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ১১ জন ফুটবলার।
সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সে অবসর নিলেন এই পর্তুগিজ তারকা। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান পেপে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
সুনামগঞ্জে ইউসুফ আলীর বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মণ ও তার পরিবার। জুন মাসের বাড়ি ভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ইউসুফ আলী ইমনের ঘরে তালা মেরে দিয়ে সটকে পড়েন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এই চেতনা নিয়েই এনসিপি এখন রাজনীতি করছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত