গোপনে বান্ধবীর সঙ্গে যৌন মিলনের ভিডিও ধারণ করার জন্য আদালতে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হোয়াং উই-জো। ৩১ বছরের এই স্ট্রাইকার ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে চারটি যৌন মিলনের ভিডিও ধারণ করেছিলেন কোন রকম সম্মতি ছাড়াই।
আইনজীবীরা জানিয়েছেন, নিজের দুই বান্ধবীর সঙ্গে শারীরিক মিলনের ভিডিও গোপনে ধারণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার হোয়াং উই-জো। এসব ভিডিও প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং উই-জোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বুধবার, রাজধানী সিউলের এক আদালতে হাজির হয়ে ফুটবলার হোয়াং উই-জো নিজের অপকর্মের জন্য গভীর অনুতাপ প্রকাশের পাশাপাশি ভুলে দায় স্বীকার করে নেন। তিনি বলেন, ওই সব অবৈধ কাজের জন্য তিনি ‘গভীরভাবে দুঃখিত’। এ ধরনের অন্যায় আর না করারও অঙ্গীকার করেন তিনি।
এর আগে গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে যোগ দেওয়া উই-জোকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় গত জুনে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তার শ্যালিকা। এরপরই সেই ভিডিওগুলি সামনে আসে। এই ঘটনায় শ্যালিকার বিরুদ্ধে মামলা করেন দেন তিনি।
গত সেপ্টেম্বরে উই-জোর শ্যালিকাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু উই-জোকেও অভিযুক্ত করা হয়েছে, কারণ প্রসিকিউটররা বলেছেন যে, তিনি ভিডিওগুলো ধারণ করেছিলেন বেআইনিভাবে।
ভিডিওগুলোতে থাকা নারীদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে চাননি প্রসিকিউটররা। আদালতে উই-জো বলেন, আমি ভবিষ্যতে কোনো অন্যায় করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা দেব।
তিনি আরও বলেন, আমার কর্মকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমার পাশে থেকেছে, তাদেরকে আমি হতাশ করেছি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত।