সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় নিউইয়র্কের মেয়র

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:২৯ পিএম

শতকণ্ঠে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমেরিকার এগিয়ে চলার পথে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামীতে এই যাত্রা অব্যাহত থাকবে। 

শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বর্ষবরণের জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন অসংখ্য প্রবাসী ও বিদেশি অতিথিরা। 

সকালের আলো যখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস যেনো তখন হেসে উঠলো, আবহমান বাংলা সংস্কৃতির অপূর্ব সম্মিলনে। প্রভাতী আয়োজনের পর শতকণ্ঠে বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেয়া হয়। 

শিল্পী মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে শিল্পীরা গানে গানে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, কবিতা, গান, নাচসহ চমৎকার সব পরিবেশনা। 

অনুষ্ঠানের উদ্বোধন করতে আসেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। তিনি প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে, বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যের কথা তুলে ধরেন। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। আয়োজনটিকে সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান উৎসবের আহবায়ক লায়লা হাসান।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কলকাতা থেকে কমলিনী বন্দ্যোপাধ্যায়।


একাত্তর/এসজে

দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরে দুই প্রবাসী বাংলাদেশিকে ভরদুপুরে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রোববার বিকালে তাকে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত