শতকণ্ঠে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমেরিকার এগিয়ে চলার পথে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামীতে এই যাত্রা অব্যাহত থাকবে।
শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বর্ষবরণের জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন অসংখ্য প্রবাসী ও বিদেশি অতিথিরা।
সকালের আলো যখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস যেনো তখন হেসে উঠলো, আবহমান বাংলা সংস্কৃতির অপূর্ব সম্মিলনে। প্রভাতী আয়োজনের পর শতকণ্ঠে বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেয়া হয়।
শিল্পী মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে শিল্পীরা গানে গানে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, কবিতা, গান, নাচসহ চমৎকার সব পরিবেশনা।
অনুষ্ঠানের উদ্বোধন করতে আসেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। তিনি প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে, বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যের কথা তুলে ধরেন।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। আয়োজনটিকে সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান উৎসবের আহবায়ক লায়লা হাসান।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কলকাতা থেকে কমলিনী বন্দ্যোপাধ্যায়।
একাত্তর/এসজে