রাজধানীর বুক জুড়ে সর্বাধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো। উত্তরা থেকে আগারগাঁও পেরিয়ে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হলো। শনিবার দুপুরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন।
দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। এরপর পর মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
ঢাকার মেট্রোরেল প্রকল্পের প্রথম রুটটি বিস্তৃত উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। গেলো বছর ২৮ ডিসেম্বর এই রুটের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । পরদিন থেকেই শুরু হয় যাত্রী চলাচল। প্রথম দিন থেকেই জনপ্রিয় বাহনে পরিণত হয় মেট্রোরেল।
প্রথম দিন দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনটি চালু হয়। পরে ৩০ মার্চের মধ্যে একে একে এই পথের মোট নটি স্টেশনই চালু হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পরদিন রোববার থেকে চালু হবে ফার্মগেট ও সচিবালয় স্টেশন। পরে ধাপে ধাপে খুলবে বিজয়সরণী কারওয়ানবাজার শাহবাগ ও টিএসসি স্টেশন।
বর্তমানে সড়কপথে এই দূরত্ব পাড়ি দিতে লাগে দেড় ঘণ্টারও বেশি সময়। আর মেট্রোরেল সময় লাগবে ৩৮ মিনিট। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক জানান, যাত্রীদের ওঠা-নামা মিলিয়ে আমরা ৩৮ মিনিট ধরেছি। এর মধ্যে নতুন স্টেশনগুলোতে একটু বেশি সময় থেমে থাকবে মেট্রো।
ডিটিসিএর তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা পড়বে।
আর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় থেকে মতিঝিলের ভাড়া ২০ টাকা। একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য।
অন্যদিকে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে।
ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
বর্তমান সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির প্রেক্ষিতে ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে। রাত ৮টার পরে এমআরটি পাসধারীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।
কিন্তু, যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত আটটা পর্যন্তই সবশেষ মেট্রোতে চড়তে পারবেন। যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল।
এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও-মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন। স্টেশন তিনটি হচ্ছে-ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। এসব স্টেশনের কাজ শেষ হয়েছে। এরপর নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী দুই মাসের মধ্যেই শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন চালু হয়ে যাবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।