সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

মেট্রোরেলে চেপে মতিঝিল যেতে যত ভাড়া

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

রাজধানীর বুক জুড়ে সর্বাধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো। উত্তরা থেকে আগারগাঁও পেরিয়ে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু হলো। শনিবার দুপুরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন।

দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। এরপর পর মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

ঢাকার মেট্রোরেল প্রকল্পের প্রথম রুটটি বিস্তৃত উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। গেলো বছর ২৮ ডিসেম্বর এই রুটের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । পরদিন থেকেই শুরু হয় যাত্রী চলাচল। প্রথম দিন থেকেই জনপ্রিয় বাহনে পরিণত হয় মেট্রোরেল।

প্রথম দিন দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনটি চালু হয়। পরে ৩০ মার্চের মধ্যে একে একে এই পথের মোট নটি স্টেশনই চালু হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পরদিন রোববার থেকে চালু হবে ফার্মগেট ও সচিবালয় স্টেশন। পরে ধাপে ধাপে খুলবে বিজয়সরণী কারওয়ানবাজার শাহবাগ ও টিএসসি স্টেশন।

বর্তমানে সড়কপথে এই দূরত্ব পাড়ি দিতে লাগে দেড় ঘণ্টারও বেশি সময়। আর মেট্রোরেল সময় লাগবে ৩৮ মিনিট। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক জানান, যাত্রীদের ওঠা-নামা মিলিয়ে আমরা ৩৮ মিনিট ধরেছি। এর মধ্যে নতুন স্টেশনগুলোতে একটু বেশি সময় থেমে থাকবে মেট্রো।

ডিটিসিএর তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা পড়বে।

আর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় থেকে মতিঝিলের ভাড়া ২০ টাকা। একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য।

অন্যদিকে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে।

ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।

বর্তমান সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির প্রেক্ষিতে ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে। রাত ৮টার পরে এমআরটি পাসধারীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

কিন্তু, যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত আটটা পর্যন্তই সবশেষ মেট্রোতে চড়তে পারবেন। যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত  চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল।

এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও-মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন। স্টেশন তিনটি হচ্ছে-ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। এসব স্টেশনের কাজ শেষ হয়েছে। এরপর নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী দুই মাসের মধ্যেই শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন চালু হয়ে যাবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এআরএস
রাজধানীর মিরপুরে প্রকাশ্য মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দীর্ঘ ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে ঈদ শেষে প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না সেই চিরচেনা যানজট।
ঈদের ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে রোববার (১৫ জুন) প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না চিরচেনা সেই যানজট।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত