সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

বিআরটিসহ নানা প্রকল্পের ক্ষতি নির্ধারণে কমিটি

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

দুর্বৃত্তদের হামলায় গাজীপুরের নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) ব্যাপক ক্ষতি হয়েছে। শিগগিরই চালু করার লক্ষ্যে এ পথে বসানো ২২টি চলন্ত সিঁড়ি আর সাতটি স্টেশনের জেনারেটর পুড়িয়ে দেয়া হয়েছে। সব মিলে কত টাকার সম্পদ নষ্ট হয়েছে, সে হিসাব এখনও মেলেনি। বিআরটি-এমআরটি ও এক্সপ্রেসওয়েসহ নানা প্রকল্পে ক্ষতি নির্ধারণে আট সদস্যের কমিটি করা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গেলো শুক্রবার উত্তরায় ছিলো উত্তাল পরিস্থিতি। এ আন্দোলনকে আশ্রয় করে উত্তরায় নির্মাণাধীন বিআরটিসহ নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় বিআরটির ২২টি চলন্ত সিঁড়িতে। শিগগিরই চালু করার লক্ষ্য নিয়ে কিছুদিন আগেই এ সিঁড়িগুলো স্থাপন করা হয়। পুড়িয়ে দেয়া হয় বিআরটির বিভিন্ন স্টেশনের লিফট জেনারেটরসহ সবকিছু।

প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের বেশিরভাগ অংশই  ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেবল বিআরটি প্রকল্পের ক্ষতিই অন্তত ৬০ কোটি টাকার। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প আগামী সেপ্টেম্বরের মধ্যেই চালু হবার কথা ছিলো। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে সেটি আবারও পিছিয়ে গেলো। 

গেলো বৃহস্পতিবার ও শুক্রবার মোট দুই দফা হামলা হয় বনানীর সেতু ভবনে। পুড়িয়ে দেয়া হয় ভবনটির বড় একটি অংশ। জ্বালিয়ে দেয়া হয় ভবনটির সামনে থাকা ৫৯টি গাড়ি। 

এখন তাঁবু খাঁটিয়ে অস্থায়ীভাবে সেখানে অফিস করছেন কর্মকর্তারা। সেতু সচিব মনজুর হোসেন জানান, কেবল বিআরটি প্রকল্প নয়, দুরিতদের হামলায় ক্ষতিগ্রস্ত সকল সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির হিসেব করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আট সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং আর্থিক ক্ষতি নিরূপণে মেট্রোরেল ও বিআরটি আলাদা দুইটি কমিটি করেছে বলেও জানান সেতু সচিব।

দুর্বৃত্তদের এমন তাণ্ডবে কেবল আর্থিক ক্ষতিই নয়, শেষ হয়ে আসা এসব প্রকল্পের কাজেও লাগবে অনেক বাড়তি সময়, বাড়বে প্রকল্প ব্যয়ও। 

 

একাত্তর/জো
পবিত্র ঈদুল আযহার দিনে বন্ধ থাকার পর আজ থেকে ফের চলছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে কারিগরি টিমকে ১০-১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঈদের দিন ছুটি কাটিয়ে  চলাচল শুরু করেছে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল এবং সারাদেশের ইন্টারসিটি (আন্তঃনগর) ট্রেন।
গেলো বছরের মত এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরে আগের সময়সূচি মেনেই সেবা দেবে মেট্রো।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত