কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদী ইউনিয়নের রামপুর হুসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ৬ কিশোরকে আটক করা হয়েছে। তাদের কেন্দ্রের কক্ষে অবরুদ্ধ করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলামের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ৮৩৬ ইউপিতে ভোট চলছে
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহজাহান কবীর ভূঁইয়া ৬ কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা জাল ভোট দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ