বগুড়ার ধুনটের এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের (৩০) বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় অপহরণ মামলাটি দায়ের করেছেন।
ওই মামলায় স্বপনের ভাই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী রিপনকেও আসামী করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়া এলাকার জনৈক এক ব্যবসায়ীর মেয়ে (১৮) বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। বিকালে মেয়েটি তার বাড়ির পাশেই সরকারপাড়া রোডে হাঁটতে বের হয়। এসময় ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন ওই মেয়েটিকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
একাত্তর/জো