কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইল মুখী নগরকান্দা উপজেলার কান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে। তারা দুজনই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, উৎস মোল্লা বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। সকালে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।