সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

ডাকাতের কবলে তরমুজের ট্রলার, গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

পটুয়াখালীর বাউফলে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির সময় গণপিটুনির শিকার অজ্ঞাত পরিচয়ের সেই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার দুপুর দেড়টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

বাউফল থানার ওসি কামাল হোসেন ও পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে তেঁতুলিয়া নদীর তালতলা পয়েন্ট থেকে ৭-৮ জন ডাকাত একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১০ হাজার পিস তরমুজবোঝাই একটি ট্রলারের পিছু নেয়। ট্রলারটি গলাচিপার চরশিবা থেকে চাঁদপুর যাচ্ছিলো। একপর্যায়ে ডাকাতরা বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় কাছে তরমুজবোঝাই ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়। এসময় ডাকাতরা ৯ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তখন জীবনের ঝুঁকি নিয়ে তরমুজের ট্রলারের এক ব্যক্তি এক ডাকাতকে জাপটে ধরে নদীতে ঝাঁপ দেন। এরপর ডাকাতরা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যায়। 

পরে আহতদের চিৎকারে নদীর তীরবর্তী লোকজন জড়ো হয় এবং জাপটে ধরা ডাকাতকে গণপিটুনি দেয়। এতে ওই ডাকাত গুরুতর আহত হন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতসহ আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। 

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, গণপিটুনিতে ওই ডাকাত অসুস্থ হয়ে পরায় তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব না হলেও পরে খোঁজখবর নিয়ে তার পরিচয় পাওয়া গেছে।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। 

আরবিএস
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ রাব্বির (১২) মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ৯ মাস পর পুনঃদাফন করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভোররে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। স্থানীয়, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ,...
২০১৬ সালে পটুয়াখালীর বাউফলে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের বাড়িতে হামলায় তারা বাবা আব্দুল ওহাব মল্লিক নিহত হন। ওই মামলায় ২৩ আসামিকে যাবজ্জীবন...
নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত