১০৫ বছর বয়সে ভোটার হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আম্বিয়া বেগম নামে এক নারী।
রোববার (১৬ মার্চ) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোটার হন।
নতুন ভোটারদের তথ্য সংগ্রহ ও ছবি তোলার ওই কেন্দ্রে তাকে নিয়ে নিয়ে আসেন নাতি গলাচিপা পরিবার পরিকল্পনা পরিদর্শক রাকিবুল হাসান।
তিনি জানান, আম্বিয়া বেগম বাউফলের কুদ্দুস খানের স্ত্রী। বর্তমানে তিনি গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। ওই এলাকার তথ্য সংগ্রহকারী ও রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লুৎফুন নাহার তার তথ্য সংগ্রহ করেন।
রাকিবুল জানান, ১৯৭২ সালে আম্বিয়ার স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন স্থানে থাকার কারণে তিনি ভোটার হতে পারেন নাই।
এ ব্যাপারে গলাচিপা সদর ইউনিয়ন সুপারভাইজার ও বুড়িয়ার বাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, তার জন্ম নিবন্ধন সংগ্রহ করে ভোটার ফরম পূরণ করা হয়েছে।