গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বুধবার (৪ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, শ্রীপুরের নয়নপুরে শ্রমিক আন্দোলনে এখন পর্যন্ত ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পুলিশের সরকারি কাজে বাধা দেয়া ও ভাঙচুরের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, আটকদের ১৯ জনকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকিদেরও থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন শিল্প পুলিশ। শিল্প পুলিশের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই কারখানার শ্রমিক মো. জাকির হোসেন (৩০)। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। ভাঙচুর করা হয় পুলিশের এপিসি গাড়ি।
পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্য ও অর্ধশত কারখানার শ্রমিক আহত হন।