হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গাগানী পয়েন্টের বেড়িবাঁধের ফাটল দেখা দেয়ায় পাঁচশ’ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছে আরও চার ইউনিয়নের কৃষি জমি। বাঁধ ভেঙে অকাল বন্যায় ফসলহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের মানুষের চোখে এখন ঘুম নেই। কারণ কালনী কুশিয়ারা নদীর গাগানী পয়েন্টের বেড়ি বাঁধে ফাটল দেখা দিয়েছে, যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে পাঁচশ’ হেক্টর বোরো ধানের জমি।
শুধু পিরিজপুর নয়, এই বাঁধ ভেঙে গেলে হুমকিতে পড়বে আরও অন্তত চারটি ইউনিয়নের কৃষি জমি। অকাল বন্যায় ফসলহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এখনই বাঁধ রক্ষার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
অবশ্য কুশিয়ারা নদীর গাগানি পয়েন্টে বাঁধের ফাটল নজরে আসার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
তবে বর্ষার আগেই বাঁধ রক্ষার ব্যবস্থা না নিলে শত শত হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় দিন পার করছেন পিরিজপুরের কৃষকরা।