মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে ঠাঁই করে নিয়েছে তরুণ নির্মাতা যুবরাজ শামীমের 'আদিম'।
২৬ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের পঞ্চম দিন প্রদর্শিত হবে গণ অর্থায়নে তৈরি সিনেমাটি। ছবির গল্পে নির্মাতা, মানুষের আদিম প্রবৃত্তিকে তুলে এনেছেন অন্ত্যজ শ্রেণীর বয়ানে।
রেলস্টেশন, ট্রেন আর মানুষ দেখতে দেখতে যুবরাজ তার প্রথম ফিচার ফিল্মের গল্পটা বুনেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগতৈহাসিক উপন্যাসের 'ভিখু' চরিত্রে বুঁদ হয়ে থাকা নির্মাতা এই মানুষের গল্পের সেলুলয়েড গাঁথা নিয়েই যাচ্ছেন ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ঠিক পাঁচ বছর আগে ২০১৭ সালের ৯ই আগস্ট, প্রতি ইউনিট শেয়ার ৫০০০ টাকা ধরে সিনেমার শেয়ার বিক্রির মাধ্যমে ‘আদিম’র যাত্রা শুরু হয়।
‘আদিম’ ছবিটিতে কোনো পেশাদার অভিনেতা-অভিনেত্রী নেই, সকলেই যে যার নিজের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা যুবরাজ শামীম ছবিটি নির্মাণ করতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে টানা সাত মাস স্থায়ীভাবে বসবাস করেন।
টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দারাই আদিম ছবির চরিত্র। মূলত তারাই যেন নির্মাতা শামীমকে দিয়ে গল্পটা তৈরি করে নিয়েছেন। পেশাদার কোন শিল্পী নন তারা, তবুও আদিম ছবির আন্তর্জাতিক স্বীকৃতি তাদের নিবেদনকেই যেন তুলে ধরলো।
প্রথম ফিচার ফিল্ম দিয়েই মস্কো'র মতো আন্তর্জাতিক চলচ্চিত্র আসরে ঠাঁই করে নিয়ে যুবরাজ তারুণ্যেরই জয়গান গাইলেন আরেকবার। ২ সেপ্টেম্বর পর্দা নামবে এই আসরের।
উৎসবে যোগ দিতে পরিচালক যুবরাজ শামীম এবং চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান ২৭ আগস্ট রাশিয়ার মস্কো শহরে উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৩০শে আগস্ট মস্কোতে আদিম’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
একাত্তর/এসি