রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মিছিলে যোগ হলো আরও দুই পণ্য। এবার রাশিয়ার উৎপাদিত ভদকা ও হীরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১১ মার্চ) রাশিয়ার উৎপাদিত অ্যালকোহল, সামুদ্রিক খাদ্য ও হীরার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন আক্রমণের শাস্তিস্বরূপ এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, 'আমরা রাশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খাতের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।
এছাড়াও শিগগিরই আরও বেশ কয়েকজন রাশিয়ান অলিগার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবেও বলেও জানান তিনি।
ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়ে যুদ্ধ চালিয়ে আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেই আর্থিক সাহায্য চাইতে পারেন না বলে হুঁশিয়ার করে দেন বাইডেন।
একাত্তর/এসজে