ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ান ড্রোন হামলায় দুই বছর বয়সী এক শিশু ও মহিলা সহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলার পর ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এছাড়া অ্যাপার্টমেন্ট ব্লকের পাশে ঝুলে থাকা কংক্রিট ও স্টিলের ধ্বংসস্তূপে কাপড় ও আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা যায়।
শনিবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো টেলিগ্রাম পোস্টকে বলেছেন, ওডেসায় উদ্ধারকারীরা সবেমাত্র দুই বছর বয়সী একটি শিশুর সাথে মায়ের মৃতদেহ উদ্ধার করেছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি মৃত শিশুকে উদ্ধারকারীরা একটি ব্যাগে রাখছে। ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘এটি ভুলে যাওয়া অসম্ভব! এটি ক্ষমা করাও অসম্ভব।’
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেছেন, আটজন আহত হয়েছেন এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আরও লোকের সন্ধান করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ছিল ইরানের সরবরাহকৃত শাহেদ ড্রোন।