সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৬ এএম

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

দেশটির ভূতত্ত্ববিদরা বলছেন, গেলো পঁচিশ বছরের মধ্যে তাইওয়ানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটা এ ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিলো তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে এবং উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর একটি সিরিজ আফটারশক অনুভূত হয় যা পরে প্রায় এক ঘণ্টা অব্যাহত ছিলো। 

তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহবান জানিয়েছে।  

তাইওয়ানের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও। এই তিন দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

আরবিএস
ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) দেশেটির বিভিন্ন প্রদেশে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন।
বিধ্বংসী ভূমিকম্পের পর দেশব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের শাসক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ৬ দশমিক ২ মাত্রার। দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে। 
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত